ব্রেকিং নিউজ
ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থীকে ৫ বছরের কারাদণ্ড পুনর্গঠিত সেন্সর বোর্ডে নতুন কমিটিতে জায়গা পেলেন একঝাঁক তারকা ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত মা ও শিশুর পরিচয় মিলেছে কবিরাজের বাড়িতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ,মাকে ম্যানেজ গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের প্রাপ্য সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী খুলনার দাকোপের কালাবগী এলাকায় ভয়াবহ নদী ভাঙন
×

মাওলানা আবুল কাশেম
প্রকাশ : ৩/১০/২০২১ ৫:২৩:০৫ PM

নির্জীব মনের চৌকাঠ...

ভেঙে যাচ্ছে অস্তিত্বের দেয়াল
ভীষণ মন খারাপের দিনে, 
বৃষ্টি বুঝি নামলো ঐ। 

আগুন্তকের মতো ঝড়ো হাওয়া এসে 
তছনছ করে দিয়ে গেলো
সাজানো সংসার। 

এক চিলতে উঠোনে কাঁচা সোনা রোদ উঁকি দেয়,
দূর্বা ঘাসের উপর জমানো গত রাতের শিশির
দূত্যি ছড়ায় ম্লান মুখে। 

নিঃশ্চুপ আমি অহেতুক মনকে আর প্রশ্ন করি না, 
ভেঙে পড়া মন ব্যকুল হয়ে উঠে 
এক মুঠো সুখ খুঁজতে। 

ভেঙে যায়.. ভেঙে পড়ে মনের দেয়াল 
ভেজা চোখের কার্ণিসে জমে দুঃখ শতশত 
আমি কেবল ধৈর্য ধরি।

দুঃখের আরশিতে রেখে চোখ
শত আনন্দের মাপকাঠি টুকরো টুকরো করে
খসে পড়ে ভাঙা মনের চৌকাঠে। 

দিন যায়.. মাস যায় 
নিয়তির চাকা স্হবির রয়। 
ঘুঁটঘুঁটে কালো আঁধার সরিয়ে 
দু' হাত পেতে আলো খুঁজি সুখের জানালায়।